আপনি বলুন... যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান হতে পারে? চিন্তা- ভাবনা কেবল তারাই করে যারা বুদ্ধিমান’( সুরাঃ যুমার আয়াত ৯)

AIDE is the tool for professional coding and hacking

AIDE is an integrated development environment (IDE) for developing real Android apps directly on your Android device. Follow interactive coding lessons and step-by-step become an expert app developer. Visually design apps, write code with the feature rich editor with code completion,

অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপমেন্ট, Onclick Button Event (৫ম পর্ব ভিডিও সহ) using #AIDE (ide for android java)


Post by: Programmer RaseL

শুরুতেই সবাইকে  আন্তরিক শুভেচ্ছা  এবং  স্বাগতম  জানাচ্ছি  আশাকরি সবাই ভালোই আছেন। আপনাদের অনুরোধ এবং ভালোবাসায় আবার ফিরে আসলাম। :D আর  হ্যা উপরে ঠিকই পরেছেন, কেমন হয় যদি আপনার স্মার্টফোন থেকেই Android app develop করতে পারেন তাও আবার কোন প্রকার ইন্টারনেট কানেকশন বা পিসি ছাড়াই; হ্যা আমি আজ থেকে আপনাদের সারা পেলে Step by Step শিখাবো কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র Programming এর মাধ্যমে ছোট-খাট Android App Develop করা যায়।  :-)


l
IDE FOR ANDROID JAVA C++


আগেই বলে নিচ্ছিঃ AIDE ভিত্তিক Android app development এর এটি ৫ম  টিউন, সুতরাং আপনি যদি প্রথম টিউনটি বা দ্বিতীয় টিউনটি না দেখে থাকেন তাহলে, এই টিউনটির ঘোড়ার ডিমও বুঝবেন নাহ। সুতরাং প্রথম টিউনটি এখনি এখান থেকে দেখে নিন।

আমি আবার বলছি, আমার আমাদের মধ্যে যে সকল ছোটরা আছে, প্রোগ্রামিং বা Web Developer হবার মতো বিশাল বড় স্বপ্ন নিয়ে টিটির মতো বড় ব্লগে ঘুরাঘুরি করে কিন্তু কোন কাজ হয় নাহ। হবেই বা ক্যামনে? কারন বাপের কাছে সেই কবে একটা কম্পিঊটার চাইয়া বইসা আছে তার খবর নাই। বাপেও বা দিবে ক্যামনে অভাবের সংসার।   তাই পিসি নেই বলে হতাশায় দিন গুনতে থাকি, পিসি কেনার জন্য। কিন্তু ব্যাপারটা হলো সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে নাহ, আর আমার মতো গরিব ঘড়ের সন্তান হলে তো কথাই নেই, আস্তে আস্তে যখন হতাশার দিকটা ভারি হতে থাকে তখন দেখা যায় আমাদের অনেকেরই ইচ্ছা গুলোও সময়ের সাথে সাথে হারিয়ে যেতে থাকে, হারিয়ে যেতে থাকে আমাদের সুন্দর সুন্দর স্বপ্ন গুলো, শুধুমাত্র প্রয়োজনিও জিনিস গুলোর অভাবে। তাই আমরা অনেকেই এই অবস্থায় হাল ছেরে দেই, তবে একটা কথা মনে রাখবেন, যে হাল ছেঁড়ে দেয় সে-ই পরাজিত বাদ বাকি সবাই বিজয়ী; তাই বলতেছিলাম আমরা যারা এই ক্যাটাগরির কিন্তু স্বপ্নটা দেখে-ফেলেছেন Android App Developer হওয়ার মতো বিশাল। তারা পিসি না কেনা পর্যন্ত হাত গুটিয়ে বসে না থেকে আমার ধারাবাহিক পর্ব গুলো নিয়মিত ফলো করুন এবং প্রাকষ্টিস করে যান ইনশাআল্লাহ আগামী দিন গুলোতে অনেক কাজে আসবে...

শুরু করার আগে নিচের ভিডিও টা থেকে জেনে নিন AIDE কি?

ভিডিও লিংকঃ

গতোপর্বে: আমারা দেখেছিলাম simply book app layout গুলো কিভাবে ডিজাইন করা হয় এবং অ্যাপ এর আইকন কিভানে সেট করতে হয়। আমরা পর্বের শেষের দিকে একটা ছোট খাট অ্যাপ develop ও করেছিলাম। আপনাদের হয়তো মনে আছে, আমরা যে বিষয় গুলো দেখে ছিলাম। তাহলোঃ

  • কিভাবে বাটন সেট করা যায়।
  • কিভাবে ইমেজ বাটন নেওয়া যায়।
  • ও XML use করে বাটন ডিজাইন করা যায়,
  • android button focus style
  • ও কিভাবে অ্যাপ এর আইকন সেট করতে হয়।
  • At last আমরা application টি run করে ছিলাম।

তো আজ আমি নতুন কোন অ্যাপ develop করবো নাহ, তবে আমাদের পূর্বের projecter অ্যাপটি আমরা use করে নতুন কিছু বিষয় শিখবো, তাহলোঃ

  • XML Layout design
  • Android OnClick Method
  • ও manifest.xml এ add activity
  • LogCat check করা।
  • At last আমরা application টি আবার  run করবো।

আজকের application এর কিছু গুরুত্ব পূর্ণ ScreenShot দেখে নিনঃ

Programmer RaseLProgrammer RaseL

এবার নিচ থেকে মুল ভিডিও টা ওপেন করুন
এবং তৈরি করুন জিবনের ৫ম
Android App  :p





</>
===============================================================
===============================================================

About author: Programmer RaseL
প্রযুক্তিগত যেকোন সমস্যা বা জিজ্ঞাসা থাকলে আমাকে লিখে জানাতে পারেন,
ইনশাআল্লাহ হেল্প করার চেষ্টা করবো... https://www.facebook.com/It.ProgrammerRasel







আমার মতে, খুব ভালো মানের আদর্শ প্রোগ্রামার হতে চাইলে যে দশটি জিনিস আপনার লাগবেই...


Post by: Programmer RaseL

আমার মতে, খুব ভালো মানের আদর্শ প্রোগ্রামার
হতে চাইলে যে দশটি জিনিস আপনার লাগবেই...


১) এক বা একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভালোভাবে দখলে থাকা।
২)
ভালো একটি IDE ব্যবহারের দক্ষতা।
৩)
প্রোগ্রামিংয়ের মৌলিক বিষয়গুলো সম্পর্কে এক-গুচ্ছ স্বচ্ছ ধারনা।
৪)
গণিত ও যুক্তিতে দক্ষতা। (তবে প্রোগ্রামিং করতে actually গনিতের দরকার হয় নাহ। কিন্তু গাণিতিক বা লজিক্যাল যুক্তির দরকার হয়। আপনাকে কিছু Condition নিয়ে কাজ করতে হবে।
এবং দেখাগেছে, সেখানে গাণিতিক যুক্তি দাড় করতে হবে।)
৫) অবজেক্ট ওরিয়েনটেড প্রোগ্রামিংয়ে (OOP– Object Oriented Programming) দক্ষতা।

৬)
ডাটা স্ট্রাকচার ও অ্যালগরিদমের মৌলিক জ্ঞান ও তা প্রয়োগের ক্ষমতা।
৭)
যোগাযোগে দক্ষতা (Communication Skills)
৮)
আর জিদ ধরে এক-একটি সমস্যার পিছনে লেগে থাকার মন-মানসিকতা সৃষ্টি করতে হবে। এমন ভাবে যে, আপনাকে পারতে হবেই হবে। এবং সমস্যার সমাধানও করতে হবে।
৯)
ইন্টারনেট ঘেঁটে অল্প সময়ে কোনো সমস্যার সমাধান বের করা বা দ্রুত কোন নতুন বিষয় শিখে নেওয়ার দক্ষতা অর্জন করতে হবে।

১০
) ও প্রোগ্রামিংয়ের প্রতি এত্তোগুলা ভালোবাসা থাকতে হবে। আপনি তখনই সব কিছুই পারবেন, যখন ওই জিনিসের প্রতি আপনার সেই লেভেলের ভালোবাসা কাজ করবে, আগ্রহ কাজ কাজ করবে। তাই সবার আগে,
If you want to be programmer you must be love programming...











Programmer Rasel Coding expert at: AIDE - Android Java IDE &&  Web & Mobile Application Design & Development  "I am interested to solve any Technical-problems"

এছাড়াও
তামিম শাহারিয়ার, সুবিন ভাইয়ের ওয়েবটি দেখতে পারেন। https://Cpbook.subeen.com/ এ, আর এই বছর তার একটি নতুন বইও বের হয়েছে। তাই সেটিও কিনতে পারেন। নতুন দের জন্য বইটি অনেক কাজে আসবে। এছাড়া আপনি যদি হাবলা-কান্ত হন, তাহলে #Jhankar_mahbub ভাইয়ের http://jhankarmahbub.com/ ওয়েব সাইটে গিয়ে একটু চালাক চতুর হয়ে, #হাবলুদের_জন্য_প্রগ্রামিং বইটিও কিনতে পারেন। তার প্রিয় হাবলুদের জন্য অসাধারন সুন্দর ভাবে বইটি সাজানো হয়েছে।

আর কোনো কিছু না বুঝলে, বার বার প্রাক্টিস করতে হবে। মনে রাখবেন, এক রাসেল ভাই পারলে, হাজার রাসেল ভাই পারবে। আপনিও পারবেন। #জুকারবার্গ হউক আর #স্টিভেন_জবস হউক, কেঁউই মায়ের পেট থেকে প্রযুক্তির পোকা নিয়ে জম্মায়নি। এই সবই তাদের চেষ্টা আর পরিশ্রম এর ফল। মনে রাখবেন ভাই, জীবেন ব্যর্থতা যদি আসে তাহলে বুঝতে হবে সফলতা আর অল্প কিছুদূর পরেই। তাই,




লক্ষ্য যদি থাকে অটুট-আর বিশ্বাস
হৃদয়ে-দেখাহবে বন্ধু-দেখা হবে বিজয়ে





About author: Programmer RaseL
প্রযুক্তিগত যেকোন সমস্যা বা জিজ্ঞাসা থাকলে আমাকে লিখে জানাতে পারেন,
ইনশাআল্লাহ হেল্প করার চেষ্টা করবো... https://www.facebook.com/It.ProgrammerRasel


অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপমেন্ট Xml button focus style (৪র্থ পর্ব ভিডিও সহ) using #AIDE (ide for android java)



Post by: Programmer RaseL


শুরুতেই সবাইকে  আন্তরিক শুভেচ্ছা  এবং  স্বাগতম  জানাচ্ছি  আশাকরি সবাই ভালোই আছেন। আপনাদের অনুরোধ এবং ভালোবাসায় আবার ফিরে আসলাম। :D আর  হ্যা উপরে ঠিকই পরেছেন, কেমন হয় যদি আপনার স্মার্টফোন থেকেই Android app develop করতে পারেন তাও আবার কোন প্রকার ইন্টারনেট কানেকশন বা পিসি ছাড়াই; হ্যা আমি আজ থেকে আপনাদের সারা পেলে Step by Step শিখাবো কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র Programming এর মাধ্যমে ছোট-খাট Android App Develop করা যায়।  :-)

l
IDE FOR ANDROID JAVA C++
Programmer RaseL

আগেই বলে নিচ্ছিঃ AIDE ভিত্তিক Android app development এর এটি ৪র্থ টিউন, সুতরাং আপনি যদি প্রথম টিউনটি বা দ্বিতীয় টিউনটি না দেখে থাকেন তাহলে, এই টিউনটির ঘোড়ার ডিমও বুঝবেন নাহ। সুতরাং প্রথম টিউনটি এখনি এখান থেকে দেখে নিন।

আমি আবার বলছি, আমার আমাদের মধ্যে যে সকল ছোটরা আছে, প্রোগ্রামিং বা Web Developer হবার মতো বিশাল বড় স্বপ্ন নিয়ে টিটির মতো বড় ব্লগে ঘুরাঘুরি করে কিন্তু কোন কাজ হয় নাহ। হবেই বা ক্যামনে? কারন বাপের কাছে সেই কবে একটা কম্পিঊটার চাইয়া বইসা আছে তার খবর নাই। বাপেও বা দিবে ক্যামনে অভাবের সংসার।   তাই পিসি নেই বলে হতাশায় দিন গুনতে থাকি, পিসি কেনার জন্য। কিন্তু ব্যাপারটা হলো সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে নাহ, আর আমার মতো গরিব ঘড়ের সন্তান হলে তো কথাই নেই, আস্তে আস্তে যখন হতাশার দিকটা ভারি হতে থাকে তখন দেখা যায় আমাদের অনেকেরই ইচ্ছা গুলোও সময়ের সাথে সাথে হারিয়ে যেতে থাকে, হারিয়ে যেতে থাকে আমাদের সুন্দর সুন্দর স্বপ্ন গুলো, শুধুমাত্র প্রয়োজনিও জিনিস গুলোর অভাবে। তাই আমরা অনেকেই এই অবস্থায় হাল ছেরে দেই, তবে একটা কথা মনে রাখবেন, যে হাল ছেঁড়ে দেয় সে-ই পরাজিত বাদ বাকি সবাই বিজয়ী; তাই বলতেছিলাম আমরা যারা এই ক্যাটাগরির কিন্তু স্বপ্নটা দেখে-ফেলেছেন Android App Developer হওয়ার মতো বিশাল। তারা পিসি না কেনা পর্যন্ত হাত গুটিয়ে বসে না থেকে আমার ধারাবাহিক পর্ব গুলো নিয়মিত ফলো করুন এবং প্রাকষ্টিস করে যান ইনশাআল্লাহ আগামী দিন গুলোতে অনেক কাজে আসবে...

শুরু করার আগে নিচের ভিডিও টা থেকে জেনে নিন AIDE কি?

ভিডিও লিংকঃ
গতোপর্বে: আমারা দেখেছিলাম simply book app layout গুলো কিভাবে ডিজাইন করা হয় এবং অ্যাপ এর আইকন কিভানে সেট করতে হয়। আমরা পর্বের শেষের দিকে একটা ছোট খাট অ্যাপ develop ও করেছিলাম। আপনাদের হয়তো মনে আছে, আমরা যে বিষয় গুলো দেখে ছিলাম। তাহলোঃ
  • কিভাবে android scrollview নিতে হয়;
  • কিভাবে ইমেজ ভিউ নেওয়া যায়;
  • কিভাবে app এ background ইমেজ সেট করা যায়;
  • এবং কিভাবে মাল্টি ইস্টিং নিতে হয়।
  • ও কিভাবে অ্যাপ এর আইকন সেট করতে হয়।
  • At last আমরা application টি run করে ছিলাম।

তো আজ আমি নতুন কোন অ্যাপ develop করবো নাহ, তবে আমাদের পূর্বের projecter অ্যাপটি আমরা use করে নতুন কিছু বিষয় শিখবো, তাহলোঃ

  • কিভাবে বাটন সেট করা যায়।
  • কিভাবে ইমেজ বাটন নেওয়া যায়।
  • ও XML use করে বাটন ডিজাইন করা যায়,
  • android button focus style
  • At last আমরা application টি আবার  run করবো।

আজকের application এর কিছু গুরুত্ব পূর্ণ ScreenShot দেখে নিনঃ

Programmer RaseLProgrammer RaseL
Programmer RaseLAide logo


এবার ৩য় পর্বের source folder থেকে নিচের মতো করে ফাইল গুলো open করুনঃ

এবার নিচ থেকে মুল ভিডিও টা ওপেন করুন এবং তৈরি করুন জিবনের ৪র্থ Android App  :p



Video Link


শেষ করার আগে,
 আসলে একটা কথা না বললেই নয়, আপনারা যারা আগের টিঊটোরিয়াল টি দেখেছেন, তারা হয়তো দেখে থাকবেন যে আমার আগের টিঊটোরিয়াল টা রাত্র (03:40am) প্রায় সারে তিনটায় দিকে করা, এই শীতের রাত্রে আপনাদের জন্য শুধু আমি বলে বলছি নাহ। আমার এটা তো মাত্র ক্ষুদ্র প্রচেষ্টা, আরো যারা আপনাদের জন্য সাড়াদিন পরিশ্রম করেও রাতে এভাবে বিনা স্বার্থে টিঊটোরিয়াল বানায় বা সুন্দর সুন্দর সৃজনশীল উপহার দেন, রাত্র ৩/৪ টা পর্যন্ত জেগে থেকে শুধু মাত্র প্রযুক্তির আলো ছরিয়ে দিতে, অথচ সেই টিঊটোরিয়াল ই আপনি- আমি সকাল ১০টায় উঠে ব্রাশ করে নাস্তা করে আপনার-আমার সুবিধা মতো দেখি, আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে, আমরা এতো কৃপন হয়ে গেছি যে, ওই বেটায় টিঊটোরিয়াল টা করলো বিনা মুল্যে বা বিনা স্বার্থে, অথচ আপনি just তিনটা সেকেন্ট সময় নিয়ে just Like Share অথবা Subcribe button e click করে ছরিয়ে দিবেন।তাই আপনি পারেন নাহ।  তাতেই আপনাদের কৃপন্তা দেখলে সত্যিই খারাপ লাগে। অসম্ভব খারাপ লাগে, যাইহোক, কেউ মনে কষ্ট নিবেন নাহ।সেদিন এক ভাইয়ের web desing এর উপরে টিউটোরিয়াল দেখতেছিলাম, তো তিনি এক পর্যায়ে বলতেছেন, যে, তার রুমের লাইট নিভানো তাই টাইপে mistake হচ্ছে, আর তার তার পাশেই রুম মেট ঘুমানো তাই তিনি, চাইলেও জোরে কথা বলতে পারতেছেন নাহ। তাহলে বুঝুন সে নিজের খাইয়া আর কতোটুকু করতে পারে??  আমি just বলতে চেয়েছি আসুন আমরা সবাই মিলে প্রযুক্তির আলো ছরিয়ে দেই। এবং কৃপনতা বর্জন করি। যারা টি,টি সহ, বিভিন্ন সাইটে মান-সম্মত সৃজনশীল টিঊন করেন,  তাদের কে উৎসাহ দেই, যাতে তারা আরো সুন্দর সুন্দর টিঊটোরিয়াল উপহার দিতে আগ্রহ প্রকাশ করে। প্রযুক্তি আলো ছরিয়ে পরুক আমাদের সুবার মাঝে। সেই প্রত্যশা নিয়েই আজকের টিউন শেষ করছি।

আমি Programmer RaseL গ্যারান্টি দিচ্ছি, এবার ছোট বড় সবাই পারবেন, Android জন্য অ্যাপ বানাতে, কম্পিউটার এর প্রয়োজন নেই।





Post by: Programmer RaseL

শুরুতেই সবাইকে  আন্তরিক শুভেচ্ছা  এবং  স্বাগতম  জানাচ্ছি  আশাকরি সবাই ভালোই আছেন। আর  হ্যা উপরে ঠিকই পরেছেন, কেমন হয় যদি আপনার স্মার্টফোন থেকেই Android app develop করতে পারেন তাও আবার কোন প্রকার ইন্টারনেট কানেকশন বা পিসি ছাড়াই; হ্যা আমি আজ থেকে আপনাদের সারা পেলে Step by Step শিখাবো কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র Programming এর মাধ্যমে ছোট-খাট Android App Develop করা যায়।  :-)


l
IDE FOR ANDROID JAVA C++

Programmer RaseL

আগেই বলে নিচ্ছিঃ এ টিউন গুলো থেকে Android এ অভিজ্ঞ ভাইয়েরা দূরে থাকবেন। কারন টিউন গুলো একান্তই দুই শ্রেনীর ক্যাটাগরি লোকদের জন্য। ১)যারা একেবারেই নতুন অর্থাৎ প্রগ্রামিং সম্পর্কে নুন্যতম জ্ঞান রাখে নাহ সাড়াদিন #COC খেলতে খেলতে আর #ফেইসবুক Scroll করতে করতে দিন পার করে ফেলে। ২)বিশাল স্বপ্ন নিয়ে দিনের বেশির ভাগ সময়ই কাটে বিভিন্ন প্রযুক্তির ব্লগে ঘুরাঘুরি করে। এবং সাড়াদিন Android_Phone নিয়ে ঘাঁটাঘাঁটি তো আছেই।  :-|
মোট কথা আমরা মধ্যে যে সকল ছোটরা আছে, প্রোগ্রামিং বা Web Developer হবার মতো বিশাল বড় স্বপ্ন নিয়ে টিটির মতো বড় ব্লগে ঘুরাঘুরি করে কিন্তু কোন কাজ হয় নাহ। হবেই বা ক্যামনে? কারন বাপের কাছে সেই কবে একটা কম্পিঊটার চাইয়া বইসা আছে তার খবর নাই। বাপেও বা দিবে ক্যামনে অভাবের সংসার। :cry:  তাই পিসি নেই বলে হতাশায় দিন গুনতে থাকি, পিসি কেনার জন্য। কিন্তু ব্যাপারটা হলো সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে নাহ, আর আমার মতো গরিব ঘড়ের সন্তান হলে তো কথাই নেই, আস্তে আস্তে যখন হতাশার দিকটা ভারি হতে থাকে তখন দেখা যায় আমাদের অনেকেরই ইচ্ছা গুলোও সময়ের সাথে সাথে হারিয়ে যেতে থাকে, হারিয়ে যেতে থাকে আমাদের সুন্দর সুন্দর স্বপ্ন গুলো, শুধুমাত্র প্রয়োজনিও জিনিস গুলোর অভাবে। তাই আমরা অনেকেই এই অবস্থায় হাল ছেরে দেই, তবে একটা কথা মনে রাখবেন, যে হাল ছেঁড়ে দেয় সে-ই পরাজিত বাদ বাকি সবাই বিজয়ী; তাই বলতেছিলাম আমরা যারা এই ক্যাটাগরির কিন্তু স্বপ্নটা দেখে-ফেলেছেন Android App Developer হওয়ার মতো বিশাল। তারা পিসি না কেনা পর্যন্ত হাত গুটিয়ে বসে না থেকে আমার ধারাবাহিক পর্ব গুলো নিয়মিত ফলো করুন এবং প্রাকষ্টিস করে যান ইনশাআল্লাহ আগামী দিন গুলোতে অনেক কাজে আসবে...  8-)

# যাইহোক, স্মার্টফোন থেকে app develop করতে মোটামুটি যা যা প্রয়োজন প্রতি পর্বে আমি আস্তে আস্তে সবই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো এবং সাথে এর ব্যবহার-বিধিও Tutorial এর মাধ্যমে দেখিয়ে  দিবো। আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো 1)প্রবল আগ্রহ ও চেষ্টা 2) যথেষ্ট সময় ব্যয় করতে হবে, 3)যতোদিন পর্যন্ত কম্পিউটার না কিনেতে পারেন ততোদিন পর্যন্ত জিদ ধরে লেগে থাকতে হবে হাতেথাকা স্মার্টফোনটির সাথে... এবং যদি আপনার ইচ্ছা এবং ধৈর্য থাকে তাহলে আমি বলবো আপনি পারবেনই. মনে রাখবেন এক রাসের ভাই যদি পারে হাজার রাসেল ভাই পারবে। আপনিও পারবেন। 8-)  আর যদি লুতুপুতু মার্কা বা ফকিরা মার্কা ইচ্ছা হয় তাইলে ভাই এমনিতেই শীতের দিন লেপুর তলে কম্বল মুরা দিয়া ঘুমাইতে পারেন কারন 2টা লে-আউট নিয়া একটা Application বানাইতে পারলেই যেমন ডেপলপার হওয়া যায় নাহ, তেমনি আপনারে দিয়ে আর যাইহোক অন্তত্য প্রোগ্রামিং করে App Develop করা সম্ভব নাহ...  :-(

আচ্ছা, স্টার জলসার মতো ১২৫০পর্বে গল্পে সাজাইয়া কোনো ফায়দা নাই অযথা সংসারে অশান্তি তাই এবার আদর্শ টিউনার এর মতো সরাসরি কাজের প্রসঙ্গে আসি।

Necessary Tools: আচ্ছা প্রথমেই আজ দুইটা Software নিচ থেকে ডাউনলোড করে নিন। ঝামেলা নেই Google drive এ আপলোড করে দিয়েছি। :-)  প্রথমটা হলো AIDE (IDE for Android Java C++) এবং পরেরটা হলো AIDE (Web - Html,Css,JavaScript)

এবার ডাউনলোড হয়ে গেলে নিচের ভিডিও টা থেকে জেনে নিন AIDE কি?


যেহুতু, আমি প্রথমে Aide (IDE for Android Java C++) নিয়ে কাজ করবো সেহুতু AIDE (Web - Html,Css,JavaScript) টা একটা পারসোনাল ফোল্ডাল এ রেখেদিন পরের পর্ব গুলোতে কাজে লাগবে। এবার বাকিটা টা ইন্সটল করে বিসমিল্লাহ্‌ বলে ওপেন করুন। এবং নিচের ধাপ গুলো অনুসরন করুনঃ




এবার নিচ থেকে মুল ভিডিও টা ওপেন করুন এবং তৈরি করুন জিবনের প্রথম Android App

Easy To Hack 10fastfingers (100% Working 2017) By: Programmer RaseL


Post by: Programmer RaseL




@Just follow the step:

#Go-to http://10fastfingers.com
#this code copy and paste here:

$( "#inputfield" ).keyup(function() { $("#inputfield").val( $(".highlight").text() )});



#Please_Subcribe_our_channel...

অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপমেন্ট App icon ও multiline string নিয়ে আলোচনা, (৩য় পর্ব ভিডিও সহ) using #AIDE (ide for android java)

Post by: Programmer RaseL

শুরুতেই সবাইকে  আন্তরিক শুভেচ্ছা  এবং  স্বাগতম  জানাচ্ছি  আশাকরি সবাই ভালোই আছেন। আপনাদের অনুরোধ এবং ভালোবাসায় আবার ফিরে আসলাম। :D আর  হ্যা উপরে ঠিকই পরেছেন, কেমন হয় যদি আপনার স্মার্টফোন থেকেই Android app develop করতে পারেন তাও আবার কোন প্রকার ইন্টারনেট কানেকশন বা পিসি ছাড়াই; হ্যা আমি আজ থেকে আপনাদের সারা পেলে Step by Step শিখাবো কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র Programming এর মাধ্যমে ছোট-খাট Android App Develop করা যায়।  :-)

l

আগেই বলে নিচ্ছিঃ AIDE ভিত্তিক Android app development এর এটি তৃতীয় টিউন, সুতরাং আপনি যদি প্রথম টিউনটি বা দ্বিতীয় টিউনটি না দেখে থাকেন তাহলে, এই টিউনটির ঘোড়ার ডিমও বুঝবেন নাহ। সুতরাং প্রথম টিউনটি এখনি এখান থেকে দেখে নিন।

আমি আবার বলছি, আমার আমাদের মধ্যে যে সকল ছোটরা আছে, প্রোগ্রামিং বা Web Developer হবার মতো বিশাল বড় স্বপ্ন নিয়ে টিটির মতো বড় ব্লগে ঘুরাঘুরি করে কিন্তু কোন কাজ হয় নাহ। হবেই বা ক্যামনে? কারন বাপের কাছে সেই কবে একটা কম্পিঊটার চাইয়া বইসা আছে তার খবর নাই। বাপেও বা দিবে ক্যামনে অভাবের সংসার।   তাই পিসি নেই বলে হতাশায় দিন গুনতে থাকি, পিসি কেনার জন্য। কিন্তু ব্যাপারটা হলো সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে নাহ, আর আমার মতো গরিব ঘড়ের সন্তান হলে তো কথাই নেই, আস্তে আস্তে যখন হতাশার দিকটা ভারি হতে থাকে তখন দেখা যায় আমাদের অনেকেরই ইচ্ছা গুলোও সময়ের সাথে সাথে হারিয়ে যেতে থাকে, হারিয়ে যেতে থাকে আমাদের সুন্দর সুন্দর স্বপ্ন গুলো, শুধুমাত্র প্রয়োজনিও জিনিস গুলোর অভাবে। তাই আমরা অনেকেই এই অবস্থায় হাল ছেরে দেই, তবে একটা কথা মনে রাখবেন, যে হাল ছেঁড়ে দেয় সে-ই পরাজিত বাদ বাকি সবাই বিজয়ী; তাই বলতেছিলাম আমরা যারা এই ক্যাটাগরির কিন্তু স্বপ্নটা দেখে-ফেলেছেন Android App Developer হওয়ার মতো বিশাল। তারা পিসি না কেনা পর্যন্ত হাত গুটিয়ে বসে না থেকে আমার ধারাবাহিক পর্ব গুলো নিয়মিত ফলো করুন এবং প্রাকষ্টিস করে যান ইনশাআল্লাহ আগামী দিন গুলোতে অনেক কাজে আসবে...

শুরু করার আগে নিচের ভিডিও টা থেকে জেনে নিন AIDE কি?



ভিডিও লিংকঃ
গতোপর্বে আমারা দেখেছিলাম simply book app layout গুলো কিভাবে ডিজাইন করা হয় এবং আমরা পর্বের শেষের দিকে একটা ছোট খাট অ্যাপ develop ও করেছিলাম। আপনাদের হয়তো মনে আছে, আমরা যে বিষয় গুলো দেখে ছিলাম। তাহলোঃ



    • কিভাবে android scrollview নিতে হয়;
    • কিভাবে ইমেজ ভিউ নেওয়া যায়;
    • কিভাবে app এ background ইমেজ সেট করা যায়;
    • এবং কিভাবে মাল্টি ইস্টিং নিতে হয়।
    • At last আমরা application টি run করে ছিলাম।
    তো আজ আমি নতুন কোন অ্যাপ develop করবো নাহ, তবে আমাদের পূর্বের projecter অ্যাপটি আমরা use করে নতুন কিছু বিষয় শিখবো, তাহলোঃ
    • কিভাবে app এর icon select করা হয়;
    • এবং কিভাবে মাল্টি ইস্টিং নিতে হয় তাও আবার দেখে নিবো।
    • At last আমরা application টি আবার  run করবো।

    #আচ্ছা এবার ২য় পর্বের source folder থেকে নিচের মতো করে ফাইল গুলো open করুন  :




    এবার নিচ থেকে মুল ভিডিও টা ওপেন করুন এবং তৈরি করুন জিবনের তৃতীয় Android App  :p