আপনি বলুন... যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান হতে পারে? চিন্তা- ভাবনা কেবল তারাই করে যারা বুদ্ধিমান’( সুরাঃ যুমার আয়াত ৯)

AIDE is the tool for professional coding and hacking

AIDE is an integrated development environment (IDE) for developing real Android apps directly on your Android device. Follow interactive coding lessons and step-by-step become an expert app developer. Visually design apps, write code with the feature rich editor with code completion,

অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপমেন্ট Imageview, scrollview, এবং multiline string resource (২য় পর্ব ভিডিও সহ) using #AIDE (ide for android java)




Post by: Programmer RaseL

শুরুতেই সবাইকে  আন্তরিক শুভেচ্ছা  এবং  স্বাগতম  জানাচ্ছি  আশাকরি সবাই ভালোই আছেন। আপনাদের অনুরোধ এবং ভালোবাসায় আবার ফিরে আসলাম। :D আর  হ্যা উপরে ঠিকই পরেছেন, কেমন হয় যদি আপনার স্মার্টফোন থেকেই Android app develop করতে পারেন তাও আবার কোন প্রকার ইন্টারনেট কানেকশন বা পিসি ছাড়াই; হ্যা আমি আজ থেকে আপনাদের সারা পেলে Step by Step শিখাবো কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র Programming এর মাধ্যমে ছোট-খাট Android App Develop করা যায়।  :-)

l
IDE FOR ANDROID JAVA C++

আগেই বলে নিচ্ছিঃ AIDE ভিত্তিক Android app development এর এটি দ্বিতীয় টিউন, সুতরাং আপনি যদি প্রথম টিউনটি না দেখে থাকেন তাহলে, এই টিউনটির ঘোড়ার ডিমও বুঝবেন নাহ। সুতরাং প্রথম টিউনটি এখনি এখান থেকে দেখে নিন।

আমি আবার বলছি, আমার আমাদের মধ্যে যে সকল ছোটরা আছে, প্রোগ্রামিং বা Web Developer হবার মতো বিশাল বড় স্বপ্ন নিয়ে বড় ব্লগে ঘুরাঘুরি করে কিন্তু কোন কাজ হয় নাহ। হবেই বা ক্যামনে? কারন বাপের কাছে সেই কবে একটা কম্পিঊটার চাইয়া বইসা আছে তার খবর নাই। বাপেও বা দিবে ক্যামনে অভাবের সংসার।   তাই পিসি নেই বলে হতাশায় দিন গুনতে থাকি, পিসি কেনার জন্য। কিন্তু ব্যাপারটা হলো সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে নাহ, আর আমার মতো গরিব ঘড়ের সন্তান হলে তো কথাই নেই, আস্তে আস্তে যখন হতাশার দিকটা ভারি হতে থাকে তখন দেখা যায় আমাদের অনেকেরই ইচ্ছা গুলোও সময়ের সাথে সাথে হারিয়ে যেতে থাকে, হারিয়ে যেতে থাকে আমাদের সুন্দর সুন্দর স্বপ্ন গুলো, শুধুমাত্র প্রয়োজনিও জিনিস গুলোর অভাবে। তাই আমরা অনেকেই এই অবস্থায় হাল ছেরে দেই, তবে একটা কথা মনে রাখবেন, যে হাল ছেঁড়ে দেয় সে-ই পরাজিত বাদ বাকি সবাই বিজয়ী; তাই বলতেছিলাম আমরা যারা এই ক্যাটাগরির কিন্তু স্বপ্নটা দেখে-ফেলেছেন Android App Developer হওয়ার মতো বিশাল। তারা পিসি না কেনা পর্যন্ত হাত গুটিয়ে বসে না থেকে আমার ধারাবাহিক পর্ব গুলো নিয়মিত ফলো করুন এবং প্রাকষ্টিস করে যান ইনশাআল্লাহ আগামী দিন গুলোতে অনেক কাজে আসবে...

শুরু করার আগে নিচের ভিডিও টা থেকে জেনে নিন AIDE কি?

ভিডিও লিংকঃ

গতোপর্বে আমারা দেখেছিলাম নতুন প্রজেক্ট create করে কিভাবে android app তৈরি করা যায় এবং আমরা পর্বের শেষের দিকে একটা ছোট খাট অ্যাপ develop ও করেছিলাম। আপনাদের হয়তো মনে আছে, তো আজ আমি যে application টি create করবো বা আজকের application টি develop করতে যে বিষয় গুলো শিখবো তাহলো ঃ

  • কিভাবে android scrollview নিতে হয়;
  • কিভাবে ইমেজ ভিউ নেওয়া যায়;
  • কিভাবে app এ background ইমেজ সেট করা যায়;
  • এবং কিভাবে মাল্টি ইস্টিং নিতে হয় তাও দেখে নিবো।
  • At last আমরা application টি run করবো।
#আচ্ছা এবার ঠিক আগের মতো করে Another new software বানানোর জন্য New Project ক্লিক করুন, এবং নিচের ধাপ গুলো অনুসরন করুন।  :



আজকের Application এর #Source_Code ও Screenshot :


এবার নিচ থেকে মুল ভিডিও টা ওপেন করুন এবং তৈরি করুন জিবনের দ্বিতীয় Android App  :p

Video Link

0 comments: