আপনি বলুন... যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান হতে পারে? চিন্তা- ভাবনা কেবল তারাই করে যারা বুদ্ধিমান’( সুরাঃ যুমার আয়াত ৯)

AIDE is the tool for professional coding and hacking

AIDE is an integrated development environment (IDE) for developing real Android apps directly on your Android device. Follow interactive coding lessons and step-by-step become an expert app developer. Visually design apps, write code with the feature rich editor with code completion,

আমার মতে, খুব ভালো মানের আদর্শ প্রোগ্রামার হতে চাইলে যে দশটি জিনিস আপনার লাগবেই...


Post by: Programmer RaseL

আমার মতে, খুব ভালো মানের আদর্শ প্রোগ্রামার
হতে চাইলে যে দশটি জিনিস আপনার লাগবেই...


১) এক বা একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভালোভাবে দখলে থাকা।
২)
ভালো একটি IDE ব্যবহারের দক্ষতা।
৩)
প্রোগ্রামিংয়ের মৌলিক বিষয়গুলো সম্পর্কে এক-গুচ্ছ স্বচ্ছ ধারনা।
৪)
গণিত ও যুক্তিতে দক্ষতা। (তবে প্রোগ্রামিং করতে actually গনিতের দরকার হয় নাহ। কিন্তু গাণিতিক বা লজিক্যাল যুক্তির দরকার হয়। আপনাকে কিছু Condition নিয়ে কাজ করতে হবে।
এবং দেখাগেছে, সেখানে গাণিতিক যুক্তি দাড় করতে হবে।)
৫) অবজেক্ট ওরিয়েনটেড প্রোগ্রামিংয়ে (OOP– Object Oriented Programming) দক্ষতা।

৬)
ডাটা স্ট্রাকচার ও অ্যালগরিদমের মৌলিক জ্ঞান ও তা প্রয়োগের ক্ষমতা।
৭)
যোগাযোগে দক্ষতা (Communication Skills)
৮)
আর জিদ ধরে এক-একটি সমস্যার পিছনে লেগে থাকার মন-মানসিকতা সৃষ্টি করতে হবে। এমন ভাবে যে, আপনাকে পারতে হবেই হবে। এবং সমস্যার সমাধানও করতে হবে।
৯)
ইন্টারনেট ঘেঁটে অল্প সময়ে কোনো সমস্যার সমাধান বের করা বা দ্রুত কোন নতুন বিষয় শিখে নেওয়ার দক্ষতা অর্জন করতে হবে।

১০
) ও প্রোগ্রামিংয়ের প্রতি এত্তোগুলা ভালোবাসা থাকতে হবে। আপনি তখনই সব কিছুই পারবেন, যখন ওই জিনিসের প্রতি আপনার সেই লেভেলের ভালোবাসা কাজ করবে, আগ্রহ কাজ কাজ করবে। তাই সবার আগে,
If you want to be programmer you must be love programming...











Programmer Rasel Coding expert at: AIDE - Android Java IDE &&  Web & Mobile Application Design & Development  "I am interested to solve any Technical-problems"

এছাড়াও
তামিম শাহারিয়ার, সুবিন ভাইয়ের ওয়েবটি দেখতে পারেন। https://Cpbook.subeen.com/ এ, আর এই বছর তার একটি নতুন বইও বের হয়েছে। তাই সেটিও কিনতে পারেন। নতুন দের জন্য বইটি অনেক কাজে আসবে। এছাড়া আপনি যদি হাবলা-কান্ত হন, তাহলে #Jhankar_mahbub ভাইয়ের http://jhankarmahbub.com/ ওয়েব সাইটে গিয়ে একটু চালাক চতুর হয়ে, #হাবলুদের_জন্য_প্রগ্রামিং বইটিও কিনতে পারেন। তার প্রিয় হাবলুদের জন্য অসাধারন সুন্দর ভাবে বইটি সাজানো হয়েছে।

আর কোনো কিছু না বুঝলে, বার বার প্রাক্টিস করতে হবে। মনে রাখবেন, এক রাসেল ভাই পারলে, হাজার রাসেল ভাই পারবে। আপনিও পারবেন। #জুকারবার্গ হউক আর #স্টিভেন_জবস হউক, কেঁউই মায়ের পেট থেকে প্রযুক্তির পোকা নিয়ে জম্মায়নি। এই সবই তাদের চেষ্টা আর পরিশ্রম এর ফল। মনে রাখবেন ভাই, জীবেন ব্যর্থতা যদি আসে তাহলে বুঝতে হবে সফলতা আর অল্প কিছুদূর পরেই। তাই,




লক্ষ্য যদি থাকে অটুট-আর বিশ্বাস
হৃদয়ে-দেখাহবে বন্ধু-দেখা হবে বিজয়ে





About author: Programmer RaseL
প্রযুক্তিগত যেকোন সমস্যা বা জিজ্ঞাসা থাকলে আমাকে লিখে জানাতে পারেন,
ইনশাআল্লাহ হেল্প করার চেষ্টা করবো... https://www.facebook.com/It.ProgrammerRasel


1 comment:

  1. অকেক ভালো কিছু আছে এই ওয়েবসাইট এ।তবে অনে ইচ্ছে আছে প্রোগ্রামিং শিখার কিন্তু কম্পিউটার নাই বলে পিছেয়ে আছি

    ReplyDelete