Post by: Programmer RaseL
শুরুতেই সবাইকে আন্তরিক
শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আশাকরি সবাই ভালোই আছেন। আর হ্যা উপরে
ঠিকই পরেছেন, কেমন হয় যদি আপনার স্মার্টফোন থেকেই Android app develop
করতে পারেন তাও আবার কোন প্রকার ইন্টারনেট কানেকশন বা পিসি ছাড়াই; হ্যা আমি
আজ থেকে আপনাদের সারা পেলে Step by Step শিখাবো কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র
Programming এর মাধ্যমে ছোট-খাট Android App Develop করা যায়। :-)
|
IDE FOR ANDROID JAVA C++ |
আগেই বলে নিচ্ছিঃ এ
টিউন গুলো থেকে Android এ অভিজ্ঞ ভাইয়েরা দূরে থাকবেন। কারন টিউন গুলো
একান্তই দুই শ্রেনীর ক্যাটাগরি লোকদের জন্য। ১)যারা একেবারেই নতুন অর্থাৎ
প্রগ্রামিং সম্পর্কে নুন্যতম জ্ঞান রাখে নাহ সাড়াদিন #COC খেলতে খেলতে আর
#ফেইসবুক Scroll করতে করতে দিন পার করে ফেলে। ২)বিশাল স্বপ্ন নিয়ে দিনের
বেশির ভাগ সময়ই কাটে বিভিন্ন প্রযুক্তির ব্লগে ঘুরাঘুরি করে। এবং সাড়াদিন
Android_Phone নিয়ে ঘাঁটাঘাঁটি তো আছেই। :-|
মোট
কথা আমরা মধ্যে যে সকল ছোটরা আছে, প্রোগ্রামিং বা Web Developer হবার মতো
বিশাল বড় স্বপ্ন নিয়ে টিটির মতো বড় ব্লগে ঘুরাঘুরি করে কিন্তু কোন কাজ হয়
নাহ। হবেই বা ক্যামনে? কারন বাপের কাছে সেই কবে একটা কম্পিঊটার চাইয়া বইসা
আছে তার খবর নাই। বাপেও বা দিবে ক্যামনে অভাবের সংসার। :cry: তাই পিসি নেই
বলে হতাশায় দিন গুনতে থাকি, পিসি কেনার জন্য। কিন্তু ব্যাপারটা হলো সময় ও
স্রোত কারো জন্য অপেক্ষা করে নাহ, আর আমার মতো গরিব ঘড়ের সন্তান হলে তো
কথাই নেই, আস্তে আস্তে যখন হতাশার দিকটা ভারি হতে থাকে তখন দেখা যায় আমাদের
অনেকেরই ইচ্ছা গুলোও সময়ের সাথে সাথে হারিয়ে যেতে থাকে, হারিয়ে যেতে থাকে
আমাদের সুন্দর সুন্দর স্বপ্ন গুলো, শুধুমাত্র প্রয়োজনিও জিনিস গুলোর অভাবে।
তাই আমরা অনেকেই এই অবস্থায় হাল ছেরে দেই, তবে একটা কথা মনে রাখবেন, যে
হাল ছেঁড়ে দেয় সে-ই পরাজিত বাদ বাকি সবাই বিজয়ী; তাই বলতেছিলাম আমরা
যারা এই ক্যাটাগরির কিন্তু স্বপ্নটা দেখে-ফেলেছেন Android App Developer
হওয়ার মতো বিশাল। তারা পিসি না কেনা পর্যন্ত হাত গুটিয়ে বসে না থেকে আমার
ধারাবাহিক পর্ব গুলো নিয়মিত ফলো করুন এবং প্রাকষ্টিস করে যান ইনশাআল্লাহ
আগামী দিন গুলোতে অনেক কাজে আসবে... 8-)
#
যাইহোক, স্মার্টফোন থেকে app develop করতে মোটামুটি যা যা প্রয়োজন প্রতি
পর্বে আমি আস্তে আস্তে সবই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো এবং সাথে এর
ব্যবহার-বিধিও Tutorial এর মাধ্যমে দেখিয়ে দিবো। আপনাদের যেটা প্রয়োজন হবে
সেটা হলো 1)প্রবল আগ্রহ ও চেষ্টা 2) যথেষ্ট সময় ব্যয় করতে হবে, 3)যতোদিন
পর্যন্ত কম্পিউটার না কিনেতে পারেন ততোদিন পর্যন্ত জিদ ধরে লেগে থাকতে হবে
হাতেথাকা স্মার্টফোনটির সাথে... এবং যদি আপনার ইচ্ছা এবং ধৈর্য থাকে তাহলে
আমি বলবো আপনি পারবেনই. মনে রাখবেন এক রাসের ভাই যদি পারে হাজার রাসেল ভাই
পারবে। আপনিও পারবেন। 8-) আর যদি লুতুপুতু মার্কা বা ফকিরা মার্কা ইচ্ছা
হয় তাইলে ভাই এমনিতেই শীতের দিন লেপুর তলে কম্বল মুরা দিয়া ঘুমাইতে পারেন
কারন 2টা লে-আউট নিয়া একটা Application বানাইতে পারলেই যেমন ডেপলপার হওয়া
যায় নাহ, তেমনি আপনারে দিয়ে আর যাইহোক অন্তত্য প্রোগ্রামিং করে App Develop
করা সম্ভব নাহ... :-(
আচ্ছা, স্টার
জলসার মতো ১২৫০পর্বে গল্পে সাজাইয়া কোনো ফায়দা নাই অযথা সংসারে অশান্তি
তাই এবার আদর্শ টিউনার এর মতো সরাসরি কাজের প্রসঙ্গে আসি।
Necessary Tools: আচ্ছা
প্রথমেই আজ দুইটা Software নিচ থেকে ডাউনলোড করে নিন। ঝামেলা নেই Google
drive এ আপলোড করে দিয়েছি। :-) প্রথমটা হলো AIDE (IDE for Android Java
C++) এবং পরেরটা হলো AIDE (Web - Html,Css,JavaScript)
এবার ডাউনলোড হয়ে গেলে নিচের ভিডিও টা থেকে জেনে নিন AIDE কি?
যেহুতু,
আমি প্রথমে Aide (IDE for Android Java C++) নিয়ে কাজ করবো সেহুতু AIDE
(Web - Html,Css,JavaScript) টা একটা পারসোনাল ফোল্ডাল এ রেখেদিন পরের পর্ব
গুলোতে কাজে লাগবে। এবার বাকিটা টা ইন্সটল করে বিসমিল্লাহ্ বলে ওপেন
করুন। এবং নিচের ধাপ গুলো অনুসরন করুনঃ
এবার নিচ থেকে মুল ভিডিও টা ওপেন করুন এবং তৈরি করুন জিবনের প্রথম Android App
0 comments: